header banner

ভোলে বোম রাইস মিলের ভিতর ৫টি দামি গাড়ি, গাড়ির মালিককে হুমকিও দিয়েছিলেন অনুব্রত

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ ভোলে বোম রাইস মিলের ভিতর থেকে বেশ কয়েকটি দামি গাড়ির হদিস। রাইস মিলের ভিতরে গ্যারেজে মোট ৫ টি গাড়ি দাঁড় করানো রয়েছে। এর মধ্যে ৪ টি এসইউভি ও একটি হুড খোলা গাড়ি রয়েছে। সূত্রের খবর, একটি গাড়ির রেজিস্ট্রেশন জনৈক প্রবীর মণ্ডলের নামে আর চারটি অর্ক দত্তের নামে। এই সমস্ত গাড়ির মালিকের খোঁজ শুরু করেছে সিবিআই। 

{link}
সূত্রের দ্বারা প্রাপ্ত খবর অনুযাই, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত যে গাড়িতে চড়তেন এবং যে গাড়িতে চড়ে তাকে এস এস কে এম হাসপাতাল যেতে দেখা গিয়েছিল সেই গাড়ির মালিক সিউড়ির বাসিন্দা। গাড়িটির নম্বর হলো WB54U6666। এই গাড়িটি প্রবীর মন্ডল নামে এক ব্যক্তির নামে রয়েছে। তিনি এবং তার সঙ্গে আর একজন যৌথভাবে ঠিকাদারীর ব্যবসায়ী নিযুক্ত। এই গাড়িটি দুজনে অনুব্রত মন্ডলকে গিফট করেছিলেন তিলপাড়া ব্যারেজ সংস্কারের কাজের জন্য। পরে সেই কাজ না পাওয়া গেলে গাড়ি ফেরত চাইতে গেলে তাদের হুমকি দেওয়া হয় 'গাড়ি নিবি না গাজা কেস নিবি'। অনুব্রত মণ্ডল সরাসরি এই হুমকি দিয়েছিলেন বলে জানা যাচ্ছে সায়গাল হোসেনের মোবাইল থেকে। যার ফলে এই মুহূর্তে ফের অনুব্রত মণ্ডলের সিবিআই তদন্ত নয়া মোড় গ্রহন করেছে। 
{ads}

news Anubrata Mondal CBI Cars Birbhum সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article