header banner

হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৫০ লক্ষ টাকা, আটক ১ যুবক

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আবারও টাকা উদ্ধার হলো হাওড়া স্টেশন থেকে। সোমবার উদ্ধার হয়েছে নগদ প্রায় ৫০ লাখ টাকা। এই ঘটনার সাথে যুক্ত থাকার কারনে এক যুবক কে আটক করা হয়েছে। আটক যুবকের নাম প্রহ্লাদ রাম জাখর (৩৩)। বাড়ি রাজস্থানের বিকানিরে। আরপিএফ সূত্রে খবর হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এক যুবক। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার পিঠে থাকা নীল ব্যাগ খুললে নগদ ৫০ লক্ষ টাকা পাওয়া যায়। ওই টাকা সে কেন এবং কোথায় নিয়ে যাচ্ছিল সে ব্যাপারে কোন সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। কোন বৈধ কাগজ দেখাতে পারেননি। এরপরই আরপিএফ তাকে আটক করে এবং তার সমস্ত টাকা বাজেয়াপ্ত করে। আরপিএফ এর পক্ষ থেকে সমস্ত টাকা এবং ওই যুবককে কাস্টমস ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে।

{ads}

news Howrah Station money 50 lakhs West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article