header banner

হাওড়া সিটি পুলিশের ‘শ্রদ্ধা’ প্রকল্পের অধীনে ৫০ জন প্রবীণ ব্যক্তির তিলোত্তমায় দেবী দর্শন

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: দুবছর পর স্বাভাবিক ছন্দে ফিরেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসাহ ও উদ্দীপনার জোয়ার চোখে পড়ছে রাজ্যজুড়ে। কলকাতার একাধিক প্যান্ডেলে মহালয়ার পর থেকেই উপচে পড়ছে উৎসাহী জনতার ভিড়। যে ভিড় যে আসন্ন সময়ে আরও বেশ অনেকটা বাড়তে চলেছে তা স্পষ্ট। কিন্তু এই উৎসবের মরশুমেই কিছু মানুষ বার্ধক্যের জন্য আনন্দে প্যান্ডেলের ভিড়ে সামিল হতে ব্যর্থ হন। তাদের এই দুঃখ মুছে মুখে হাঁসি ফিরিয়ে দিতেই বিশেষভাবে উদ্যোগী হাওড়া সিটি পুলিশ। তাদের এক বিশেষ প্রকল্পের মাধ্যমে আজ জীবনের ফেলে আসা সময়ের স্বাদ পেলেন কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা।

{link}
হাওড়া সিটি পুলিশের ‘শ্রদ্ধা’ প্রকল্পের অধীনে আজ শুক্রবার শারদীয়ার মহাপঞ্চমীর দিন সকালে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে প্রায় ৫০ জন প্রবীণ ব্যক্তিকে কলকাতার কিছু প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়। দুটি বাসে করে রওনা হন তারা । হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ওই দুটি বাসের ফ্ল্যাগ অফ করেন। বাস্তবিকভাবেই এহেন এক উদ্যোগে সামিল হতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন সকলেই। 
{ads}

Howrah Howrah City Police Durga Puja Kolkata সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article