header banner

জলদাপাড়ায় জঙ্গল সাফারি করার সময় গণ্ডারের হামলা পর্যটকের গাড়িতে, আহত ৬

article banner

নিজস্ব সংবাদদাতা: জলদাপাড়ায় জঙ্গল সাফারি করার সময় দুর্ঘটনার কবলে পর্যটকের গাড়ি, জখম হয়েছেন অন্ততপক্ষে ছয়জন পর্যটক। সূত্রের খবর, শনিবার দুপুরে পশ্চিম জলদাপাড়ায় জঙ্গল সাফারি করছিল একটি হুটখোলা জিপ গাড়ি। জঙ্গলের ভিডিও করছিলেন বেশ কয়েকজন পর্যটক, সেই সময় অতর্কিত দুটি গন্ডার জঙ্গল থেকে বেরিয়ে এসে গাড়িটিকে তাড়া করে। এরপর গাড়িতে গন্ডার দুটির হাত থেকে বাঁচবার জন্য জঙ্গলে পেছাতে শুরু করে। এরপরেই ঘটে বিপত্তি ,গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় ৬ জন পর্যটক আহত হয়েছেন বলে জানা গেছে। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 

{link}
এক প্রত্যক্ষদর্শী পর্যটক জানান, জঙ্গল সাফারি করবার সময় বেশ জোরে যাচ্ছিল গাড়িটি। তারপর রাস্তার মাঝে গাড়িটিতে থাকা পর্যটকেরা ছবি তোলার উদ্দেশ্যে দাঁড়ায়। সেই সময়তেই জঙ্গল থেকে গন্ডার বেরিয়ে আসে, প্রচন্ড জোরে ধাক্কা মারে গাড়িতে। তখন বিপদ বুঝে ওই গাড়িটি সহ আরও দুটি গাড়ি পিছতে শুরু করে। একদম সামনে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকদের নিয়ে উল্টে যায়। তখন গণ্ডারেরা বনের অন্য প্রান্তে চলে যাওয়ায় অন্য গাড়িগুলি পুনরায় উল্টে যাওয়া গাড়িটির কাছে যায় ও দুর্ঘটনাগ্রস্ত সকল কে উদ্ধার করে। 
{ads}

news Jaldapara Tourist West Bengal সংবাদ

Last Updated :