সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: অল্পদিনের ব্যবধানে জয়নগর এলাকায় লটারি টিকিটে একাধিক কোটি টাকার পুরস্কার মিলেছে। রাতারাতি কোটিপতি হয়েছেন ৬ জন। যার ফলে রীতিমতো টিকিট কাটার আগ্রহ বাড়ছে এলাকার মানুষের মধ্যে। আগে লটারির দোকান ছিল গোনা কয়েকটাই। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে লটারি টিকিট বিক্রির দোকান। লটারির প্রতি লোভ ও আকর্ষন দুইই বেড়ে চলেছে।
{link}
গত তিন মাসে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত জয়নগর পৌরসভা এলাকা এবং দক্ষিণ বারাসাত এলাকার ৬ জন পর পর ডিয়ার লটারির টিকিট কেটে এক কোটি টাকা পুরস্কার পাওয়ায় এলাকার মানুষের মধ্যে লটারি টিকিট কাটার প্রবণতা বেড়েছে। আর সে কারণেই অল্প দিনের মধ্যেই জয়নগরের বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে লটারি টিকিট বিক্রির দোকান। জয়নগর দক্ষিণ বারাসাত এবং বহরু রেল স্টেশন চত্বর ,বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড ,ট্রেকার স্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকায় কোথাও কংক্রিটের ছাদের নিচে আবার কোথাও রাস্তার ধারে টেবিল চেয়ারে বসে ছাতা টাঙিয়ে চলছে লটারি টিকিট বিক্রির কাজ। একদিকে যেমন বেকার যুবকদের মধ্যে এই টিকিট বিক্রির প্রবণতা বেড়েছে অপরদিকে রাতারাতি কোটিপতি হবার আশায় টিকিট কেনার খরিদ্দার ও ক্রমশই বেড়ে চলেছে।
{link}
এই প্রসঙ্গে এক টিকিট বিক্রেতা জানান, গত তিন মাসে জয়নগর, বহরু এবং দক্ষিণ বারাসাত এলাকা থেকে ৬ জন লটারি টিকিট কেটে কোটিপতি হওয়ায় লটারি টিকিট কাটার প্রতি আগ্রহ বাড়ছে এলাকার মানুষের, সে কারণেই আমরা টিকিট বিক্রয়ের কাউন্টার খুলেছি এবং ভালোই সাড়া পাচ্ছি। রাতারাতি কোটিপতি হওয়ার আশায় ,কেউ লুকিয়ে, কেউবা প্রকাশ্যে প্রতিনিয়ত কেটেই চলেছে লটারি টিকিট।
{ads}