header banner

Lairai Devi : বার্ষিক শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত ৭

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মহাকুম্ভর পরে আবার মন্দিরে পদপিষ্ঠ হয়ে ভক্তদের মৃত্যু। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গোয়ার বিখ্যাত শ্রী লাইরাই দেবী মন্দিরে। মন্দিরে বার্ষিক শোভাযাত্রার সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। আহত হয়েছেন আরও ৩০ জন। পুলিশ জানিয়েছে, শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটে।

{link}

মন্দিরের বার্ষিক এই শোভাযাত্রার জন্য গোয়া (Goa), মহারাষ্ট্র এবং কর্নাটকের হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই বলা যাবে। দুর্ঘটনা সম্পর্কে খোঁজ নেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। আহতদের দেখতে হাসপাতালেও যান তিনি। দুর্ঘটনায় শোক প্রকাশ করে এক্স হ্যান্ডলে গোয়ার মুখ্যমন্ত্রী লিখেছেন, “লাইরাই যাত্রায় পদপিষ্টের ঘটনায় গভীরভাবে মর্মাহত। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্য করা হবে।” প্রতি বছর এই দিনে প্রচুর ভক্তের সমাগম হয়। কিন্তু মন্দির কর্তৃপক্ষ বা পুলিশ ততটা সচেতন ছিলনা বলেই প্রাথমিক ধারণা।

{link}

 দেশের প্রধানমন্ত্রী এই নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সঙ্গে কথা বলেছেন। তিনি ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।” দুর্ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানান, খবর পাওয়ার পরই ৫টি অ্যাম্বুল্যান্স দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। উত্তর গোয়া হাসপাতালে আরও ৩টি অ্যাম্বুল্যান্স রাখা হয়েছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর।

{ads}

News Breaking News Lairai Devi Goa সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article