শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পহেলগাঁও (Pahalgam) কাণ্ডের পরে ভারত স্পষ্ট বলেছিল, ভারতের থাকা পাকিস্তানের নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। সঙ্গে সঙ্গে পাকিস্তানও তেমনই নির্দেশ দেয়। গত ২৪ এপ্রিল থেকে ৪ দিনে প্রায় ৫৩৭ জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়ে ওই সীমান্ত দিয়ে তাদের দেশে ফিরেছেন বলে জানা গিয়েছে।
{link}
সংশ্লিষ্ট আধিকারিকদের সূত্রে খবর, ৫৩৭ জন পাকিস্তানি যেমন এদেশ ছেড়ে তাদের দেশে ফিরেছেন, তেমনই পাকিস্তান ছেড়ে ভারতে ফিরে এসেছেন এদেশের নাগরিকরাও। পঞ্জাবে আটারি ওয়াঘা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গত ৪ দিনে ফিরে এসেছেন প্রায় ৮৫০ জন ভারতীয়। আটারি সীমান্তে (Attari Border) এনিয়ে প্রোটোকল অফিসার অরুণ পাল জানান, গত তিন থেকে চার দিনে ওই ৮৫০ জন ভারতীয় নাগরিক ফেরত এসেছেন ভারতে। শুধু রবিবারই ২৩৭ জন পাকিস্তানি নাগরিক তাদের দেশে ফিরে গিয়েছেন ও ১১৬ জন ভারতীয় এদেশে ফিরে এসেছেন।
{link}
২৪ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ৫৩৭ জন পাকিস্তানে ফিরে গিয়েছেন। ৮৫০ ভারতীয় ফেরত এসেছেন। তবে সর্বশেষ আপডেট অনুযায়ী, পাকিস্তানি পাসপোর্ট হোল্ডারদের ২৯ এপ্রিলের মধ্যেই ফিরে যেতে হবে। শেষ সময়ের মধ্যে ভারতীয় পাসপোর্ট হোল্ডারদেরও ফিরতে হবে এখানে। অরুণবাবু আরও জানান, সকাল দশটায় অভিবাসন কাউন্টার খোলে। রবিবার কাউন্টার বন্ধ হওয়ার আগে পর্যন্ত ২৩৭ জন পাকিস্তানি নাগরিক ভারত থেকে ফিরে গিয়েছেন ও ভারতে ফিরে এসেছেন ১১৬ জন ভারতীয়। ২৩৭ জনের মধ্যে ৯ জন কূটনীতিক ও আধিকারিকরা রয়েছেন।
{ads}