header banner

হুগলী নদীতে মৎসজীবীর জালে ৩৪০ কেজির শঙ্কর মাছ

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিন ২৪ পরগনা:  হুগলি নদীতে মাছ ধরতে গিয়ে ভাগ্য খুললো সাগরের এক মৎস্যজীবীর। জালে উঠে এলো দৈত্যাকৃতি শঙ্কর মাছ। তার ওজন প্রায় ৩৪০ কেজি! দক্ষিণ ২৪ পরগনার সাগরের মহিশামারি এলাকায় মাছটি ধরা পড়ে এক মৎস্যজীবীর জালে। মাছটি বাজারে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি হয়। কার্যত শঙ্কর মাছের পাখনায় কপাল খুলল মৎসজীবীর।

{link}
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই গঙ্গাসাগরের মহিশমারি এলাকার বাসিন্দা গুরুপদ মণ্ডল-সহ ৬ জন মৎস্যজীবী  নৌকা নিয়ে হুগলি নদীতে মাছ ধরছিলেন।  সেই সময় তাদের জালে উঠে আসে বিশালাকার ওই মাছটি । ওই শঙ্কর মাছটি দেখতে বাজারে ভিড় করেন বহু মানুষ। মৎস্যজীবী গুরুপদ মণ্ডল জানান, হুগলি নদীতে এই ধরনের বড় দৈত্যাকার শঙ্কর মাছ খুবই কম পাওয়া যায়।  এত বড় শঙ্কর মাছ আগে কখনও জালে ওঠেনি। মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, আগে মাঝেমধ্যে সমুদ্রে শঙ্কর মাছ পাওয়া যেত। ইদানীং খুব কমই উঠছে জালে। তাই বাজারেও জোগান কম ও দাম বেশী।  

{link}

বঙ্গোপসাগরে বেশ কয়েক প্রজাতির শঙ্কর মাছ রয়েছে। তবে কালেভদ্রে মৎস্যজীবীদের জালে সাধারণত দুই প্রজাতির শঙ্কর মাছ উঠে আসে। শঙ্কর মাছকে জেলায় অনেকেই মুরুলি মাছ নামে চেনেন। দৈত্যাকার এই শঙ্কর মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়ার ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে । এর আগে হুগলি নদী ও দিঘার বঙ্গোপসাগর থেকে এইরকম দৈত্যকার শংকর মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল।
{ads}

news Hooghly River 340 KG fish West Bengal সংবাদ

Last Updated :