header banner

দিঘায় মৎসজীবীর জালে ৩৬ কেজির তেলিয়া ভোলা মাছ, দেখতে ভিড় মানুষের

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: সৈকত নগরী দিঘার মোহনার আড়তে উঠলো বিশাল আকৃতি তোলিয়া ভোলা। যার আকৃতি দেখে চোখ কপালে উঠেছে জেলে থেকে শুরু করে সাধারন মানুষের। লক্ষাধিক টাকা বিক্রি হয় এই তোলিয়া ভোলা। সূত্রের খবর মাছটির ওজন প্রায় ৩৬ কোজি। প্রতি কোজি ৮ হাজার টাকায় বিক্রি হয়। কাঁথির একটি ট্রলারের মালিক বিবেক করন ধরণীর জালে উঠে আসে বিশাল আকৃতির এই মাছটি।

{link}
শনিবার সকালে দিঘার মৎস্য নিলাম কেন্দ্রে মাছটি নিয়ে আসেন ব্যাবসায়ী। তার আকৃতি দেখতেই হুড়োহুড়ি পড়ে যায় মৎস আড়তে। কোলকাতার একটি ব্যবসায়ী মাছটি কিনে নেয়। মাছটিকে দেখতে পর্যটক থেকে ব্যবসায়ীদের মধ্যে হুড়োহুড়ি ছিল কার্যত দেখার মতো। যার জালে মাছ ধরা পড়েছে, সেই ট্রলার মালিক বিবেক করন ধরণীকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন "মাছটি বিক্রি করলাম!  মাছ থেকে অনেক জীবন দায়ী ওষুধ তৈরি হয়", এরকম মাছ পেয়ে কার্যত খুশির জোয়ার এসেছে তার মনে। 
{ads}

news Digha rare fish Fishing West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article