header banner

ঘুসুড়িতে ডেঙ্গিতে মৃত্যু এক ৬ মাসের শিশুর, হাওড়ায় ডেঙ্গিতে মোট মৃত্যু বেড়ে ৫

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ায় ডেঙ্গুতে আবার মৃত্যু ৬ মাসের এক শিশুর। ঘুসুড়ির জয়বিবি রোডের বাসিন্দা ওই সদ্যজাত শিশুর মৃত্যুতে শোকের আবহ পরিবার সহ স্থানীয় মানুষের মধ্যে। শোকের সাথে পাল্লা দিয়ে বেড়েছে আতঙ্কও। কারন হাওড়া শহরে ফের আরও একবার সাধারন মানুষের মনে জেঁকে বসেছে ডেঙ্গির মারন রোগের প্রানভয়। প্রতিনিয়ত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার খবরে ঘুম উড়েছে সাধারন মানুষের। এই শিশুর মৃত্যু নিয়ে হাওড়া শহরে ডেঙ্গিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫।

{link}
পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে হঠাতই সর্দি-কাশি দেখা দেয় শিশুটির। প্রাথমিক চিকিৎসার পরেও অবস্থার উন্নতি না হলে তখন ডেঙ্গু টেস্ট করানোর পর ডেঙ্গু ধরা পড়ে। প্রচন্ড জ্বর নিয়ে ডাক্তারের সুপারিশে গত ২ তারিখ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুকে। গতকালই তার মৃত্যু হয়। পরিবারে সর্ব কনিষ্ঠ সদস্যের অকাল প্রয়ানে শোকের ছায়া পরিবারের মধ্যে। স্থানীয়দের মধ্যেও রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সংবাদটিকে ঘিরে। তবে এলাকার মধ্যে বেশ কয়েকটি স্থান অত্যন্ত অপরিচ্ছন্ন অবস্থায় আবর্জনার স্তূপ হয়ে পড়ে রয়েছে। যেখানকার পরিস্থিতি খুবই খারাপ। স্থানীয়দেরও অভিযোগ পরিস্কার হয় না বলেই বর্তমানে এই পরিনতির সাক্ষি হতে হচ্ছে। এখন পুরসভার তরফ থেকে কোন পদক্ষেপ গ্রহন করা হয় কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news Howrah Ghusuri Dengue death West Bengal সংবাদ

Last Updated :