শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এখন অবশ্য সারা ভারত জুড়েই চলেছে পাইয়ে দেওয়ার রাজনীতি। বিশেষকরে মহিলাদের হাতে কিছু টাকা তুলে দেওয়ার কাজ দেশের বহু রাজ্যে চলেছে। বাংলাতেই (West Bengal) মুখ্যমন্ত্রীর 'লক্ষ্মীর ভান্ডার' (Lakshmir Bhandar) একেবারে দুরন্ত গতিতে ছুটে চলেছে। মমতার (Mamata Banerjee) ক্ষমতার পিছনে এই লক্ষ্মীর ভান্ডারের প্রভাব যে প্রচুর তা বিরোধী দলেরা বোঝে। তাই এবার সেই পথেই হেঁটে শুভেন্দু অধিকারী মানুষের মন জয় করতে চাইলেন।
{link}
তৃণমূলে যোগ দিয়েছেন বিধায়ক তাপসী মণ্ডল। শনিবার তাঁর গড়েই বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সেখান থেকে আগামী ছাব্বিশে বিজেপি সরকারে এলে কী কী সুবিধা পাবেন রাজ্যবাসী সেই প্রসঙ্গ তোলেন শুভেন্দু। রবিবার বিরোধী দলনেতা আবারও জোর দেন হিন্দু ভোটের দিকে। কীভাবে ছাপ্পা দেওয়া হয়, সবটাই বলেন তিনি। শুভেন্দুর বক্তব্য, হিন্দুরা একটু দয়া করলেই রাজ্যে সরকার বদলে যাবে। এ দিন বলেন, “সিপিএম লড়ছে। কিন্তু পারছে না। ৩০ শতাংশ হিন্দু ভোট দিতে যায় না। ৬৫ থেকে ৬৮ শতাংশ হিন্দু ভোট দিতে যায়। আপনারা শুধু বাড়ি থেকে বেরবেন। তারপর কী করতে হয়, আপনারা জানেন। একটু দয়া করবেন, উল্টে দেব আমরা।”
{link}
এমনকী, এদিন তুললেন বাংলাদেশের প্রসঙ্গও। এরপর এ কথা-ও কথায় শুভেন্দু বলেন, “বিজেপি ক্ষমতায় এলে মায়েদের ৩০০০ টাকা দেবে।” অর্থাৎ, রাজ্য সরকার ‘লক্ষ্মীর ভাণ্ডারে’-র যে টাকা দিচ্ছে ক্ষমতায় এলে সেই টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা। এর পাশাপাশি তিনি এও বলেন, “২০০ ইউনিট বিদ্যুত ফ্রি। এক লক্ষ নয়, তিন লক্ষের বাড়ি দেবে। প্রতিবছর এসএসসি, জেলাতেই প্রাইমারি হবে। হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা হবে।” প্রচুর প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এভাবেই মানুষকে পাইয়ে দেওয়ার পথেই হাঁটলেন তিনি।
{ads}