header banner

হাওড়ার শিবপুর তদন্তে ঘটনাস্থলে এসে পৌঁছাল সিআইডির প্রতিনিধি দল

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: শিবপুরে গন্ডগোল ও অশান্তির ঘটনায় শনিবার ঘটনাস্থলে সিআইডির টিম। পুলিশের ফোর্স নিয়ে তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘটনার দিন কোথায় কোথায় ভাঙচুর বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করেন তাঁরা। স্টিল ছবি তোলেন তাঁরা। যেসব দোকানপাট, বাড়ি ভাঙচুর করা হয়েছিল তার তথ্য সংগ্রহ করেন তাঁরা। বর্তমানে পরিস্থিতি শান্তই রয়েছে।

{link}

অন্যদিকে, শিবপুরে গন্ডগোল ও অশান্তির ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ। এদের শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। শনিবার এদের হাওড়া আদালতে তোলা হয়েছে। জানা গেছে, মহম্মদ নিখাল ও বিক্রম প্রসাদ গুপ্তাকে শুক্রবার রাতে হাওড়া শিবপুর থানার পুলিশ গ্রেফতার করে। সবমিলিয়ে শিবপুর-কান্ডে গ্রেফতার হলো ৩৮ জন। প্রসঙ্গত, রামনবমীর গন্ডগোলের পর গতকালও অশান্তি হয়। সেই ঘটনায় এবার এই দু'জনকে গ্রেফতার করা হয়। চলে জিজ্ঞাসাবাদ।ঘটনার সাথে আরও কারা জড়িত ছিল তা জানার চেষ্টা চলছে।

{ads}

news Howrah West Bengal CID সংবাদ

Last Updated :