header banner

North Bengal: বাড়ির বাথরুমে বাঘের আক্রমনে আহত তরুণ! শিলিগুড়ির শিবমন্দির এলাকার ঘটনায় চাঞ্চল্য

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সবেমাত্র ঘুম ভেঙেছে। ঘুমঘোরে শৌচালয়ে পা। সঙ্গে সঙ্গে অঘটন। গায়ে ঝাঁপ চিতাবাঘের। কিছু বুঝে ওঠার আগেই রক্তারক্তি কাণ্ড। চিতাবাঘের হামলায় গুরুতর জখম শিলিগুড়ির যুবক। তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর বাড়ি থেকে বেরতেও ভয় পাচ্ছেন স্থানীয়রা। এলাকা জুড়ে চিতাবাঘের খোঁজে চলছে জোর তল্লাশি। জখম যুবক অভিষেক প্রসাদ। বছর আঠাশের ওই যুবক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে শিলিগুড়ির শিবমন্দির এলাকার বাসিন্দা। ওই বাড়িতেই মঙ্গলবার প্রায় কাকভোরে সকলের নজর এড়িয়ে ঢুকে পড়ে চিতাবাঘ। বাথরুমে গিয়ে লুকিয়ে বসেছিল সে। বাথরুমে পা রাখামাত্রই যুবকের উপর হামলা চালায় চারপেয়ে প্রাণীটি। শিলিগুড়ির মতো ব্যস্ত শহরে আচমকা বাঘের দেখা মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পেড়েছে। 

{link}

বাঘের আক্রমণে চিৎকার করে ওঠেন আক্রান্ত যুবক। পরবর্তী সময়ে আতঙ্কে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়। হামলার পরই বাড়ি থেকে পালিয়ে যায় চিতাবাঘ। জখম যুবকের বাড়ির মালিক বিশ্বনাথ দে বলেন, “সকালে হঠাৎ চিৎকার শুনে উপর থেকে উঁকি মারতেই দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ছেলেটি। নিচে এসে দেখি ওর মুখে, বুকে, হাতে আঁচড়ের দাগ। তখন বলল চিতাবাঘ হামলা চালিয়েছে। ওকে নার্সিংহোম নিয়ে যাওয়া হয়েছে। আমরা ভীষণভাবে আতঙ্কিত। বাড়ি থেকে বেরতেও ভয় লাগছে।”

{ads}

Tiger Siliguri Tiger Attack Siliguri Tiger News Tiger Attack in Locality Tiger News North Bengal News Siliguri সংবাদ বাঘ উত্তরবঙ্গ শিলিগুড়ি

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article