header banner

বৃহস্পতিবার ভোররাতে হাওড়ার লিলুয়ার ভট্টনগর বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত একাধিক দোকান

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বৃহস্পতিবার ভোররাতে হাওড়ার লিলুয়ার ভট্টনগর বাজারে বিধ্বংসী আগুন। এই ঘটনায় ভস্মীভূত হয়ে যায় বেশ কিছু দোকান। কমপক্ষে ১৫টিরও বেশি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। সামনে দোল, হোলি এবং বিয়ের মরসুমে প্রচুর টাকার মালপত্র পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিধ্বংসী আগুনে সবজি বাজার ভস্মীভূত হয়ে যায়। কমপক্ষে ১৫-২০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সেখানে দশকর্মা থেকে সবজির দোকান ছিল। সব দোকানে আগুনে পুড়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন দোকানদারেরা। সামনে দোল ও হোলি। রয়েছে বিয়ের মরসুম। দোকানে প্রচুর টাকার মাল মজুত করেছিলেন  ব্যবসায়ীরা। আগুনে সবই পুড়ে ছাই হয়ে যায়।

{link}

দোকানদারেরা জানান, আগুনে প্রায় তাদের সব দোকান মিলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিনে এসে আগুন আয়ত্বে নিয়ে আসে। ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। এদিন খবর পেয়ে বাজার সংলগ্ন বস্তির লোকজন ছুটে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তখন তারা দেখেন ওই বাজারের মধ্যেই একটি দোকানের তালা ভাঙা এবং দোকানের ভেতর থেকে ক্যাশ বাক্স চুরি করে নিয়ে পালিয়ে গেছে চোরেরা। এই ঘটনাকে কেন্দ্র করেও ভট্টনগর বাজারে আতঙ্কের সৃষ্টি ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে।

{ads}

news Howrah West Bengal fire সংবাদ

Last Updated :