header banner

সকালে লিলুয়ার পর বুধবার দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড ডোমজুড়ের তুলোর গোডাউনে

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: সকালে লিলুয়ার পর দুপুরে ভয়াবহ অগ্নীকাণ্ডের ঘটনা হাওড়ার ডোমজুড়ে। বুধবার দুপুর দুটো নাগাৎ ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের লক্ষণপুরে। একটি তুলোর গোডাউনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে বলে সূত্রের খবর। আগুনের ভয়াবহ রূপ দেখতে পেয়ে খবর দেওয়া হয় দমকলে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষনের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভবপর হয়। তুলোর গোডাউনে বিপুল পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারনে আগুন নেভাতে দীর্ঘ সময় লাগে। 

{link}
স্থানীয় সূত্রে খবর, দুপুর প্রায় ২টা নাগাদ এই তুলোর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যখন ঘটনাটি ঘটে তখন গোডাউনের ভিতর সাত আটজন কর্মচারী কাজ করছিলেন। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে তারা অগ্নিকাণ্ডের টের পেয়ে গোডাউন থেকে বের হতে সক্ষম হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান মোটরের ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের জন্য এই আগুন লাগতে পারে। সম্পূর্ন ঘটনা ও তার পিছনের কারন তদন্ত করে দেখা হচ্ছে।
{ads}

news Liluah Domjur West Bengal fire সংবাদ

Last Updated :