সুদেষ্ণা মন্ডল , দক্ষিন ২৪ পরগনা: বাঁশদ্রোণীতে কাঠের গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে আসে দমকলের ১৫ টি ইঞ্জিন। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দক্ষিন ২৪ পরগনার গড়িয়ার বটতলায় একটি কাঠের গুদামে বিধ্বংসী আগুন লাগে। ঘনবসতি এলাকা থাকার কারণে পাশের ফ্ল্যাটেও আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকল কর্মীদের পাশাপাশি, স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়িয়ার ব্রহ্মপুরে বাজারের মাঝে একটি কাঠের গুদামে আগুন লেগে যায়। ভিতরে বহু দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা গুদাম। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য লড়াই চালাচ্ছেন দমকলের ১৫টি ইঞ্জিন। গুদামটি তৈরি টিনের দেওয়ালে। সেক্ষেত্রে কাঠ আর টিনের বাধা ভেদ করে আগুনের উৎসস্থল পর্যন্ত জল পৌঁছতে অসুবিধা হতে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
{link}
ওই এলাকা এমনিতেই ঘিঞ্জি। পাশাপাশি একাধিক বহুতল রয়েছে। আগুন ছড়িয়ে পড়তে থাকে পাশের ফ্ল্যাটেও। মাঝেমধ্যেই গুদামের ভিতর থেকে আগুনের হলকা বেরিয়ে আসছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। নির্মীয়মান একটি বহুতলেও আগুন ছড়়িয়ে পড়েছে। অন্যান্য আবাসন থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে। তবে দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এক স্থানীয় বাসিন্দা। তিনি বলেন, “প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আসে। কিন্তু প্রথমে জল ছিল না। প্রথমে দমকল অবহেলা করেছে। ঢিলেমি দিয়েছে কাজে। প্রথম থেকেই তৎপরতার সঙ্গে কাজ করলে আগুন এত বাড়ত না।” দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আবাসিকরাও। স্থানীয় আরেক বাসিন্দা বলেন, “আমরা প্রথম থেকেই জল এনে আগুন নেভানোর চেষ্টা করছিলাম। দমকল এল, কিন্তু জল ছিল না। কাজে ভীষণ ঢিলেমি দিয়েছে। প্রথম থেকে কাজ করলে আগুন এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসত।”
{ads}