header banner

বৃহস্পতিবার দুপুরে হাওড়ার রানীহাটিতে মাছ বাজারে বিধ্বংসী আগুন

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ার রানীহাটিতে মাছ বাজারে বিধ্বংসী আগুন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ১৬ নং জাতীয় সড়কের পাশে রানিহাটির অস্থায়ী মাছ বাজারে ওই আগুন লাগে। কমপক্ষে প্রায় ৩০ দোকানে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। বিকাল ৪.১৫ মিনিট লাগে ওই আগুন। হাওড়া এবং উলুবেড়িয়া থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ঘটনার জেরে জাতীয় সড়কের একটি লেনে যানচলাচল ব্যাহত হয় বলে জানা গেছে। 

{link}

সূত্রের খবর, প্রথম পথচলতি মানুষের চোখে পড়ে এই ভয়াবহ অগ্নীকাণ্ডের ছবি। তারপর তারাই দমকলে খবর দেন। দমকল বাহিনী ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষনের চেষ্টার অবশেষে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়। তবে কি থেকে আগুন সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। সেই বিষয়ে ঘটনাস্থল ক্ষতিয়ে দেখছে দমকল বাহিনী। তদন্ত করে অগ্নীকাণ্ডের কারণ জানানো হবে। 

{ads}

news Howrah Fire West Bengal সংবাদ

Last Updated :