header banner

জমি নিয়ে জালিয়াতি করার অভিযোগে পূর্ব বর্ধমানে চিকিৎসক কে পোস্টে বেঁধে প্রতিবাদ গ্রামে

article banner

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ অন্যের জমি জালিয়াতি করে নিজের নামে রেকর্ড করানোর অভিযোগে একজন চিকিৎসককে আটকে রাখলেন  গ্রামবাসীদের একাংশ। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকা জুড়ে। সোমবার ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তিলডাঙ্গা এলাকায়। স্থানীয়দের অভিযোগ খণ্ডঘোষ এলাকার তিলডাঙা গ্রামের ২৪০ দাগের এক বিঘে জায়গা  চিকিৎসক  মনোজ কান্তি মণ্ডল নিজের নামে রেকর্ড করে নেন ২০১৯ সালে। আসলে জায়গাটির মালিক নাকি দুষ্টু মাহাতো। 

{link}
এই বিষয়ে দুষ্টু মাহাতোর নাতি হীরু মাহাতোর অভিযোগ, আমরা তেমন লেখাপড়া জানি না। ৪৭ বছর আগে এই জায়গাটি কেনা হয়। দুষ্টু মাহাতোর নামে জায়গার দলিল আছে। এই জায়গার উপর একটি ক্লাবঘর ও মন্দিরও রয়েছে দীর্ঘদিন। আমরা ভূমি সংস্কার দপ্তরে গিয়ে জানতে পারি জমির মালিকের নাম পরিবর্তিত হয়ে দুষ্টু মাহাতোর পরিবর্তে মনোজ কান্তি মণ্ডল হয়ে গিয়েছে। তখন হিরু বাবু ডাক্তারবাবুকে বলেন আমাদের জমি আমাদের ফিরিয়ে দিতে। উনি আমাকে বলেন, জমিটি কিনতে হবে। এই নিয়ে ক্লাবে অনেকবার আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত ডাক্তারবাবু জমি ফিরিয়ে দিতে রাজি হন। তারপর থেকে টালবাহানা করছেন। এই নিয়ে এলাকার তৃণমূল নেতা থেকে পঞ্চায়েত সদস্য সবাইকেই বিষয়টি জানানো হয়। কিন্তু কেউ বিষয়টি গুরুত্ব দেয় নি।

{link}
এদিন মনোজ কান্তি মণ্ডল তিলডাঙা গ্রামে তার চেম্বারে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরে।জালিয়াতি করে জমি নেওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ তাকে বিদ্যুতের পোলে দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে খণ্ডঘোষ থানার পুলিশ গিয়ে মনোজ কুমার মণ্ডলকে উদ্ধার করে নিয়ে যায়।মনোজ কুমার মণ্ডলের বাড়ি কামালপুরে। পাশের গ্রাম তিলডাঙায় তার চেম্বার। এখন সমস্যার সমাধান কোন সূত্রে হয়, সেটিই দেখার বিষয়। কারন, মনোজ বাবু সত্যিই জালিয়াতি করেছেন কি না, তা এখনও প্রমানিত হয়নি। শেষ পর্যন্ত কোন নতুন তথ্য উঠে আসে কি না, সেই দিকেও লক্ষ্য থাকবে মানুষের। তবে গ্রামবাসীরা নিজেদের দাবীতে অনড়। 
{ads}

news land fraud East Burdwan Doctor West Bengal সংবাদ

Last Updated :