header banner

হলদিয়ার মেচেদায় ৪১ নং জাতীয় সড়কে চলন্ত বাসে আগুন, আহত একাধিক যাত্রী

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: বড়দিনে আমেজে চলন্ত বাসে মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। দুর্ঘটনার ফলে বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেচেদা ৪১ তম জাতীয় সড়কে সোমবার সকাল ১০ টা নাগাদ মহিষাদলে আজড়ায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর হুড়মুড়িয়ে বাস থেকে নামতে গিয়ে গুরুতর জখম হন বাসযাত্রীরা। যাত্রীরা নেমে যাওয়ার পর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

{link}
সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থেকে হলদিয়া দিকে যাচ্ছিল একটি বেসরকারি যাত্রীবাহী বাস। আচমকাই মহিষাদলে আজড়ায় বাসে আগুন লেগে যায়। হুড়মুড়িয়ে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হন। দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত যাত্রীদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার করার পর বেশ কয়েকজন যাত্রীকে ছেড়ে দিলেও,  এখনোও পর্যন্ত ৭ জন যাত্রী চিকিৎসাধীন রয়েছে। মহিষাদল থানা পুলিশ এসে বাস থেকে উদ্ধার করে নিয়ে যায়। বিদ্যুতের শট সার্কিট থেকে এমন অগ্নিকাণ্ড বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
{ads}

news East Midnapore Haldia West Bengal fire bus সংবাদ

Last Updated :