header banner

অভিনব কায়দায় গরু পাচার করতে গিয়ে দুর্ঘটনার কবলে চারচাকা গাড়ি

article banner

সুদেষ্ণা মন্ডল, সোনারপুর: চার চাকার দামি গাড়িতে মানুষ নয় জানালা দিয়ে উঁকি মারছে গরু। রাস্তায় টহল দেয়ার সময় চারচাকা গাড়িটি দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। এরপর পুলিশ ভ্যান নিয়েই ধাওয়া করে চারচাকা গাড়িটিকে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়ির গতিবেগ বাড়িয়ে দেন চারচাকা গাড়ির চালক। বেশ কিছুক্ষণ গাড়িটিকে পুলিশ ধাওয়া করার সময় ক্রমশ গতিবেগ বাড়াতে শুরু করে গাড়ির চালক। শেষমেশ নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা। গুরুতর জখম হন গাড়ি চালক। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একটি গরুর।

{link}

অভিনব কায়দায় গরু পাচার করতে গিয়ে গুরুতর আহত হল গাড়ির চালক দুর্ঘটনায় মৃত্যু একটি গরুর।দুর্ঘটনাটি ঘটেছে সোনারপুরের বারেন্দ্রপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রফিক খান নামে এক ব্যক্তি ইনোভা গাড়িতে করে  তিন গরু পাচার করছিলেন।সেই সময় সোনারপুর মোড় থেকে রাজপুরের দিকে যাচ্ছিল গাড়িটি।  টহলদারি পুলিশের নজরে পড়ে গাড়িটি। গাড়ির জানালা থেকে গরুর মুখ কোনওভাবে দেখতে পেয়ে গিয়েছিলেন পুলিশ কর্মীরা। তাতে সন্দেহ হয়।গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। কিন্তু গাড়ির গতিবেগ আরও বাড়িয়ে দেন চালক। কিছু অপরাধ রয়েছে বুঝেই পিছনে ধাওয়া করে পুলিশের গাড়িও। দ্রুত গতিতে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ইনোভা গাড়ির চালক। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে সামনে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে। গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। পুলিশ কর্মীরা রক্তাক্ত অবস্থায় গাড়িচালককে উদ্ধার করেন। তাঁকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। গাড়িতে থাকা আরও দুজন পলাতক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইনোভা গাড়ির পেছনের সিট খুলে গরু পাচার চলত। গাড়িটিতে মোট তিনটি গরু ছিল। দুর্ঘটনায় একটি গরু মারা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাকি দুটি গরুকে উদ্ধার করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

{ads}

news South 24 Paragana Cow smuggling West Bengal সংবাদ

Last Updated :