header banner

কচুবেড়িয়াতে মুড়িগঙ্গা নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার ডলফিন

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা:   দক্ষিণ ২৪ পরগনার কচুবেড়িয়াতে মুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার একটি বিশালাকৃতি ডলফিন। মুড়িগঙ্গা নদীর ভেসেল ঘাট থেকে মৎসজীবীরা মাছ ধরার জন্য বেরিয়েছিলেন। ভেসেল নিয়ে যাওয়ার সময় হঠাৎই মাঝ নদীতে এক মৃত ডলফিন দেখতে পায় তাঁরা। তাড়াতাড়ি ভেসেলটি ওই প্রানিটির কাছাকাছি গিয়ে পৌঁছয় এই ভেবে যে সেটি কোনো বড় আকারের মাছ। তবে সামনে গিয়েই হতবাক হয়ে তারা দেখে, মৃত একটি ডলফিন ভাসছে জলে।  তারপর ভেসেলের কর্মচারীরা সেটিকে তুলে কচুবেড়িয়া ভেসেল ঘাটে নিয়ে আসে। খবর দেওয়া হয় কাকদ্বীপ হারুউড পয়েন্ট কোস্টাল থানা এবং বন বিভাগকে। বন দফতরের কর্মীরা এসে মৃত ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে যায়। মৃত ডলফিনটিকে দেখার জন্য ভিড় জমায় এলাকার মানুষ।


{link} 


নদীতে মাঝে মধ্যেই ডলফিন দেখতে পাওয়া যায়। তবে ডলফিনটির কিভাবে মৃত্যু হয়েছে এবং কিভাবে ডলফিনটি ওই স্থানে এলো সেই বিষয়টি ক্ষতিয়ে দেখছে বনদপ্তর। তাঁদের সূত্রে জানা গিয়েছে যে ডলফিনটির গায়ে ক্ষতচিহ্ন দেখা গেছে। কী কারণে ডলফিনটি মারা গেছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বনদপ্তরের আধিকারিকেরা। প্রাথমিক অনুমান এই যে মাছটি মাঝ নদীতে কোনও আঘাতে প্রাণ হারায়। এরপর ভাসতে ভাসতে স্থলের দিকে এসে পড়ে। ডলফিনটি লম্বায় প্রায় পাঁচ ফুট বলে জানা গিয়েছে। 

এর আগেও দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবারের লক্ষ্মীপুরের, আবাদ গ্রামের কাছে নদীর তটে দৈত্যাকৃতি ডলফিনের নিথর দেহ উদ্ধার হয়েছিল । ওই ডলফিনটির দৈর্ঘ্যে প্রায় ১৭ ফুট এবং প্রস্থে সাড়ে ৯ ফুট ছিল এবং ওজনে প্রায় দেড় টন ছিল। উল্লেখ্য, গত বছরও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের হুগলি নদীর কেল্লার মোড়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে তা নজরে আসে সাধারণ মানুষের। পরে মাছটিকে উদ্ধার করে নিয়ে যায় মৎস্য বিভাগ। ফের এহেন ডলফিন উদ্ধার হওায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


{ads}
 

South 24 Parganas dolphin West Bengal সংবাদ

Last Updated :