শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ড্রাগন ফলের চাষ এখন খুবই লাভজনক ব্যবসা। ঠিক মতন প্রশিক্ষণ থাকলে আর সদিচ্ছা থাকলে যে ভালো রোজগার হয় তা প্রমাণ করেছে গঙ্গা মন্ডল। রায়দিঘির পূর্ব শ্রীধরপুরের বাসিন্দা গঙ্গা মণ্ডল ড্রাগন চাষ করে চমকে দিয়েছেন সকলকে। ড্রাগন চাষ করে তাঁর মাসে ইনকাম ২৫-৩০ হাজার টাকা। শুরুটা হয়েছিল একদম সাধারণ ভাবে। গঙ্গাদেবীর স্বামী কলকাতায় একটি শপিং মলে কাজ করতেন। সেখান থেকে বাড়ির জন্য মাঝে মধ্যে ড্রাগন ফল কিনে আনতেন। এই ড্রাগন ফল দেখে বাড়িতে প্রথম এই গাছের চারা লাগান তাঁরা। কিন্তু প্রথমে ফল হয়নি।
{link}
দু’বছর পর প্রথম ফল ধরে। এরপর ধীরে ধীরে আরও গাছ লাগিয়ে এখন তাঁরা ড্রাগন ফল কলকাতায় পাঠান। বেশ কিছু কর্মচারীও লাগিয়েছেন তিনি।গ্রামের অন্যান্য বাসিন্দারা যারা এই ফল চাষ করতে উৎসাহী হচ্ছেন তাঁদের চারাগাছ দেওয়া থেকে সব করছেন তাঁরা। এভাবেই সুন্দরবনের প্রত্যন্ত এক এলাকায় খুলে ফেলেছেন ড্রাগনের সাম্রাজ্য। প্রায় পাঁচ ফুট অন্তর একটি করে সিমেন্টের ছোট পিলার দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সেই পিলারের উপর লাগানো হয়েছে লোহার রডের মাধ্যমে সাইকেলের টায়ার। এভাবেই চলছে চাষ।
{ads}