header banner

মোটর বাইকের হাতলে জড়িয়ে বিশালাকার ময়াল সাপ!! বসিরহাটে ঘটনায় চাঞ্চল্য

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: মোটর বাইকের হাতের ব্রেকে জড়িয়ে বিশালাকার ময়াল সাপ, এই দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া থানার খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর কর্মীরা। তারা এসে সাপটিকে উদ্ধার করে। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। 

{link}

স্থানীয় সূত্রের খবর, হঠাৎই দেখা যায় জনৈকবৃদ্ধি রামপ্রসাদ দাসের বাড়ির সামনে একটি মোটর বাইকে ছফুট লম্বা একটি ময়াল সাপ বাইকের হাতের ব্রেকের সঙ্গে জড়িয়ে রয়েছে। বসিরহাট ও বনগাঁ রোডের ধারে রামেশ্বরপুরে এই ঘটনা দেখে  হতবাক হয়ে যান গ্রামবাসীরা। ঘটনাটির খবর চাউর হতেই একে একে প্রচুর মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। বনদপ্তরকে খবর দেওয়া হলে বসিহাট রেঞ্জের বনদপ্তর কর্মীরা এসে ওই ময়াল সাপটিকে  খাচা বন্দি করেন। স্থানীয়দের প্রাথমিক অনুমান, এলাকায় বেশ কয়েকটি  কাঠের গোলা রয়েছে।  রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে পাহাড়ি অঞ্চল থেকে প্রচুর কাঠের গুড়ি ট্রাকে করে এখানে আনা হয়। সেই কাঠের গুড়ির সঙ্গে এই ময়াল সাপটি এসেছে বলে ধারণা। অন্যদিকে সাপটি খাবারের সন্ধানে পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসেছে কিনা সেটাও তদন্ত করে দেখছে বনদপ্তর। 

{link}

সাপটিকে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমান এলাকায়। আবার যে যার মতো সাপটির ছবি ক্যামেরা বন্দী করতে শুরু করেন। সাপটিকে উদ্ধার করতে মাটিয়া থানার পুলিশ ও বনদপ্তর কর্মীরা রীতিমতো হিমশিম খেয়ে যান। সাপটিকে শারীরিক পরীক্ষা করে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রের খবর।

{ads}

news snake Basirhat West Bengal সংবাদ

Last Updated :