শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনের মুখেই বিপুল পরিমাণে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের সালারে।জানা যায় সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাওসার হোসেন মন্ডল গোপন সূত্র মারফৎ খবর পেয়েু, মালিহাটি কান্দরা অঞ্চলের চুনশহরে চিরুনি তল্লাশি চালিয়ে কুড়ি খানা তাজা সকেট বোমা উদ্ধার করেন। কে বা কারা কি উদ্দেশ্যে ঐ বোমা গুলোকে মজুত রেখেছিল তা এখন সঠিকভাবে জানা যায় নি, তবে এবিষয়ে তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। বোমা গুলো উদ্ধার করে পশ্চিমবঙ্গ সিআইডি দপ্তরের শাখা বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দিলে তারা এসে বোমা গুলোকে নিস্ক্রিয় করে।লোকসভা নির্বাচনের প্রাক্কালে কুড়ি খানা বোমা উদ্ধার ফলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে সালার থানার পুলিশ।
{ads}
Last Updated : a year ago