শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : দৃষ্টিহীনদের লাইব্রেরি যাদবপুর ইউনিভার্সিটিতে থাকলেও সেটা কলেজ পড়ুয়াদের জন্য। কিন্তু সাধারণ পাঠক ও স্কুল পড়ুয়াদের জন্য দৃষ্টিহীনদের লাইব্রেরি বাংলায় এই প্রথম। রাজ্যে প্রথম বেসরকারি উদ্যোগে দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের জন্য অভিনব অডিও লাইব্রেরি তৈরি করে সারা ফেলে দিয়েছেন গুমার শিক্ষক তারক চন্দ্র। এখন সারা রাজ্যের প্রায় কয়েক হাজার দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা তারকের তৈরি প্রেরণা অডিও লাইব্রেরির বই পড়েই পরীক্ষায় করছেন ভাল ফল, এমন কি উচ্চ শিক্ষার ক্ষেত্রেও দৃষ্টিহীনদের এগিয়ে যেতে সাহায্য করছে এই অডিও বুক।
{link}
রাজ্যের নানা প্রান্ত থেকে দৃষ্টিহীন পড়ুয়ারা এই অডিও লাইব্রেরিতে যোগাযোগ করে পড়ার বই থেকে গল্পের বই সহ নানা ধরনের অডিও বুকের সাহায্য পাচ্ছেন। সবটা মিলিয়ে এটা একটা অসাধারণ উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। ছাত্রবস্থায় একটা দৃষ্টিহীনদের ইতিহাস বই কেনার জন্য সারা কলেজ স্ট্রিট চষে বেরিয়ে সেই বই পান নি তারক চন্দ্র। সেদিনই প্রতিজ্ঞা করেছিলেন যে ভবিষ্যতে দৃষ্টিহীনদের জন্য একটি পাঠাগার করবেন। সেই স্বপ্নের পাঠাগার শুরু করতে পেরে তিনি খুবই খুশি। মাধ্যমিকে স্টার, উচ্চ মাধ্যমিকে ভাল নম্বর পেয়ে প্রথম বিভাগে পাশ। এরপর স্নাতক, স্নাতকোত্তর।
{link}
জীবনের প্রতিটা পদক্ষেপেই নানা চ্যালেঞ্জ জয় করে গুমার তারক চন্দ্র এখন মধ্যমগ্রামের (Madhyamgram) দোহারিয়া বিধানপল্লি হাই স্কুলের শিক্ষক। তিনি বুঝেছিলেন, দৃষ্টিহীনদের জন্য পাঠ্যপুস্তকের অভাব চিরকালীন। ব্রেল পদ্ধতিতে বইয়ের সংখ্যাও খুব কম। থাকলেও তার দাম অনেক। তাই শিক্ষক তারক চন্দ্র নিজের উদ্যোগে খোলেন ”প্রেরণা অডিয়ো লাইব্রেরি”, যেখানে বর্তমানে প্রায় ১৮ জন এই অডিও বুক তৈরি করছে প্রতিদিন নিয়ম করে। যা পরবর্তীতে বিনামূল্যে পৌঁছে যাচ্ছে রাজ্যের দৃষ্টিহীন পড়ুয়াদের কাছে।
{ads}