header banner

অ্যাডিনো ভাইরাসের প্রাদুর্ভাবে মৃত্যু উলুবেড়িয়ার ছোট্ট স্বর্ণবের, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়া উদয়নারায়নপুর জ্বর সর্দি উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল ছোট্ট স্বর্ণব দাস। কিন্তু পরিবারের লোক হয়ত স্বপ্নেও ভাবতে পারেনি, আর বাড়ি ফিরে আসবে না স্বর্ণব। সবেমাত্র দেড় বছর বয়স, এতো কম বয়সেই অ্যাডিনো ভাইরাসের প্রভাবে পৃথিবী থেকে বিদায় নিল দাস বাড়ির একমাত্র পুত্র সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা তার পরিবার।

{link}
পরিবার সূত্রে খবর, প্রথমে জ্বর হয়েছিল এক সপ্তাহ আগে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ার কারনে পরে ডাক্তারের নির্দেশে তাকে প্রথমে ভর্তি করা হয় উদয়নারায়নপুর গ্রামীণ হাসপাতালে। দুদিন চিকিৎসার পর সামান্য সুস্থতা দেখে তাকে কলকাতা মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয়। সেখানে কোন রকম চিকিৎসা না পেয়েই মারা যায় ছোট্ট স্বর্ণব বলে অভিযোগ করছে পরিবারের লোকজন। কোন রকম চিকিৎসা করা হয়নি তার। মেডিকেল রিপোর্টে ধরা পড়েছে অ্যাডিনো ভাইরাসের নমুনা। গোটা এলাকায় শোকের ছায়া। এহেন সকলের নয়নের মণির ছোট্ট শিশুর অকাল বিদায় নেওয়া মেনে নিতে পারছেন না কেউই। 
{ads}

news Uluberia Adeno virus West Bengal সংবাদ

Last Updated :