header banner

মুখে 'জয় শ্রী রাম' ধ্বনি, হাওড়া ব্রিজের মাথায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বুধবার ফের পুলিশের নজর এড়িয়ে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়লো যুবক। এরপর অনেক চেষ্টায় তাকে নামানো হয়। পুলিশ সূত্রে খবর ওই যুবকের নাম সাদি কুমার(২২)। সে বিহারের বেগু সরাইয়ের বাসিন্দা। বুধবার বিকেল নাগাদ দমকলে খবর আসে ব্রিজের মাথায় উঠে পড়েছে মানসিক ভারসাম্যহীন এক যুবক। হাতে গোনা কয়েকজন পথচলতি মানুষ ব্রিজের উপর প্রথম তাকে দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশ এবং দমকল ছুটে আসে। কলকাতা পোর্ট ট্রাস্টের লোকজন ছুটে আসেন। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় ব্রিজ থেকে তাকে নামিয়ে আনা হয়।

{link}
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক কলকাতার দিকে ৩৭নং পিলারের কাছে ব্রিজের উপর সকলের নজর এড়িয়ে উঠে পড়েন। পথচলতি মানুষজন তাঁকে ব্রিজের উপর ঘোরাঘুরি করতে দেখেন। তাঁরাই পুলিশকে খবর দেন। খবর পেয়েই বিষয়টি জানানো হয় দমকলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলেই পুলিশের অনুমান। তাঁকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ওই যুবক কিভাবে কেনই বা হাওড়া ব্রিজে উঠেছিলেন তা এখনও জানতে পারেনি পুলিশ। তবে কড়া পুলিশ প্রহারার মধ্যেও সকলের নজর এড়িয়ে ওই যুবক কিভাবে হাওড়া ব্রিজে উঠে পড়লেন তা তদন্ত করে দেখছে পুলিশ। একের পর এক এহেন ব্রিজে উঠে পড়ার ঘটনায় যে বেশ চাপে পড়েছে পুলিশ প্রশাসন। কেনই বা মানুষ এই ব্রিজে চড়তে এতো ভালোবাসেন, সেটিও বড়ো প্রশ্ন বটে। 
{ads}

news Howrah West Bengal Howrah Bridge সংবাদ

Last Updated :