header banner

West Bengal: নিখোঁজ হল রায়গঞ্জের এক পরিযায়ী শ্রমিক

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  পাঞ্জাবগামী ট্রেন থেকে নিখোঁজ হয়ে গেলেন রায়গঞ্জের এক পরিযায়ী শ্রমিক। পাঞ্জাবের ইটভাটায় বেশি মজুরিতে কাজ পাবার আশায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বরুয়া অঞ্চলের গৈতর গ্রামের প্রকাশ বিশ্বাস,  নন্দ সরকার ,পরান বিশ্বাস, বাপি সরকার ও নির্মল বিশ্বাস একসাথে পাঞ্জাবগামী ট্রেনে উঠেছিলেন বিহারের কাটিহার স্টেশন থেকে।

{link}

উত্তর প্রদেশের তুন্ডলা স্টেশনে ট্রেন দাঁড়াতেই জল নিতে নেমেছিলেন নির্মল বিশ্বাস, জল নিয়ে ফিরে দেখেন ট্রেন ছেড়ে চলে গিয়েছে। অগত্যা অন্য একটি ট্রেনে উঠে পড়ে নির্মল কোনরকমে আসেন কানপুর সেন্ট্রালে সেখানেও তার আসল ট্রেনটি ধরতে পারেননি। তার জামা কাপড়ের ব্যাগ থেকে শুরু করে মোবাইল টাকা পয়সা শুকনো খাবার সবই থেকে যায় সহযাত্রীদের কাছেই। পরনে ছিল শুধু হাফপ্যান্ট আর গেঞ্জি।এরপরেই নির্মল স্টেশন থেকে বেরিয়ে কিছুটা দূরের এক পানের দোকানে সাহায্যের জন্য যায়। ওই দোকানদারের ফোন থেকেই যোগাযোগ করেন বাড়িতে সব ঘটনা তখনই জানা যায় কিন্তু এর পরেই বিচ্ছিন্ন হয়ে যায় তার সঙ্গে যোগাযোগ।

{link}

তারপর দু সপ্তাহ কেটে গেছে কিন্তু আর কোন যোগাযোগ নেই তার সাথে। স্ত্রী রত্না বিশ্বাস তিন সন্তানকে নিয়ে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন পঞ্চায়েত সদস্য কল্পনা সরকার থেকে রায়গঞ্জ থানায়। পুলিশ এখনো পর্যন্ত শেষ ফোন যেখান থেকে এসেছিল সেই পানের দোকানদারের সঙ্গে যোগাযোগ ছাড়া আর কিছুই করে উঠতে পারেনি।

{ads}

news breaking news missing case punjab train West Bengal সংবাদ..

Last Updated :

Related Article

Latest Article