header banner

একমাসব্যাপি দোল পূর্ণিমা উৎসবের সুচনা হল নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: শুক্রবার পতাকা উত্তোলনের মাধ্যমে দোল পুর্নিমার সুচনা হল নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে। চৈতন্যদেবের ৫৩৭ তম আবির্ভাব উপলক্ষে এক মাস ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে। মন্দির কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ৭ মার্চ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। আজ পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে তার আনুষ্ঠানিক সুচনা করা হয়েছে হলো। 

{link}
বিশ্বের প্রায় ১০০টি দেশ থেকে ৫ হজার বিদেশি ভক্ত এবং প্রায় লক্ষাধিক ভারতীয় ভক্তরা এসেছেন এই গৌরপূর্নিমা অনুষ্ঠানে যোগ দিতে। এই উৎসব যে মায়াপুর ইস্কনের শ্রেষ্ঠ এবং জনপ্রিয় উৎসবগুলির মধ্যে একটি তা বলাই বাহুল্য। আগামী কয়েকটি দিন ইস্কন চত্বর সেজে উঠবে রঙিন উৎসবের আবহে। রাধা কৃষ্ণের লীলার অন্যতম একটি অংশ এই দোলযাত্রা। সেই উপলক্ষ্যেই সাজো সাজো রব এখন নদীয়া জেলার মায়াপুর ইস্কন মন্দির সংলগ্ন এলাকাজুড়ে। 
{ads}

news Dol Purnima Mayapur ISCKON Nadia West Bengal সংবাদ

Last Updated :