header banner

নবান্নের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা এক মূক ও বধির যুবকের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বুধবার নবান্নের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা এক মূক ও বধির যুবকের। ওই যুবকের নাম রাজীব মজুমদার। চাকরি না পেয়ে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। নবান্নে ঢুকতে না দিলে গায়ে কেরোসিন তেল ঢালতে শুরু করে সে। পরিস্থিতি বেগতিক বুঝে সঙ্গেসঙ্গে পুলিশ তাকে ধরে ফেলে। উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। প্রশাসনিক তৎপরতার কারনেই বড়ো বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

{link}
প্রাথমিকভাবে জানা গেছে ওই যুবক মুক ও বধির। পুলিশকে সে লিখে জানায় উত্তর দিনাজপুরে রায়গঞ্জ রবীন্দ্র পল্লীতে তার বাড়ি। বর্তমানে মাকে নিয়ে মধ্যমগ্রামে থাকে। তার দাবী খেলাধুলা ভালো করার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে পুরস্কৃত করেছিলেন। চাকরীর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনও চাকরি হয়নি। নবান্নে অনেক চিঠি দিয়েছেন। সদুত্তর না পেয়ে আজ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে অভিযোগ জানাতে এসেছিলেন। ওই যুবককে এই মুহূর্তে শিবপুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কথা কতটা সত্যি তা যাচাই করে দেখছে পুলিশ।
{ads}

news Howrah Nabanna West Bengal Suicide সংবাদ

Last Updated :