header banner

তেল বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ,গুরুতর জখম ৩০ জন বাসযাএী

article banner

নিজস্ব সংবাদদাতা, তমলুক: জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর জখম ৩০ জন বাসযাএী । রবিবার সাতসকালে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী সরকারি বাস। তেল বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে বাসের প্রায় ৩০ যাত্রী গুরুতর জখম হন। রক্তাক্ত ও জখম  যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা্র পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। 
{link}
সূএের খবর, সৈকত নগরীর দিঘা থেকে যাত্রী নিয়ে একটি সরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল শনিবার সকালে। হলদিয়া মেচেদা ১১৬ বি, জাতীয় সড়কের রামতারক বাসস্ট্যাণ্ডের সিগন্যালের পর এই দুর্ঘটনাটি ঘটে। দুটি গাড়ি দ্রুত গতিতে যাচ্ছিল। সিগন্যাল পড়ে যাওয়ারয় যাত্রীবাহী  সরকারি বাসটি দাঁড়িয়ে পড়ে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে তেল ট্যাঙ্কারটি বাসের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী বাসটি। বাসে থাকা শিশু সহ ৩০ জন যাএী গুরুতর জখম হন। তাদেরকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজন যাত্রীকে ছেড়ে দেওয়া হলেও  তাদের মধ্যে কয়েকজন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তমলুক থানার পুলিশ গিয়ে ক্রেণের সাহায্যে যাত্রী বাস ও তেল ট্যাঙ্কারটি উদ্ধার করে নিয়ে আসে। তারপরেই জাতীয় সড়ক স্বাভাবিক হয়। 
প্রত্যক্ষদর্শী তথা বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম বর্মন বলেন “আমার সামনেই দুর্ঘটনাটি ঘটেছে। রামতারক বাসস্ট্যাণ্ডের ট্রাফিকের কিছুটা দূরে দুর্ঘটনা  ঘটে। সরকারি বাস ও তেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওার জন্য অনুরোধ করবো”। তমলুক থানার এক পুলিশ আধিকারিক বলেন “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ দুটি গাড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা ফলে কোন প্রাণহানি ঘটনা ঘটেনি তবে যাত্রীরা গুরুতর ভাবে জখম হয়েছেন। দুটি গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে “।
{ads}
 

Accident Injury news tamluk সংবাদ

Last Updated :