header banner

Dankuni : আগ্নেয়াস্ত্র- সহ গ্রেফতার ফেরিওয়ালা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে নিন্দায় সরব সকলে। আর জি কর কাণ্ডের (R G kar Incident) পড়ে পুলিশের ভূমিকা সত্যি প্রশ্নের মুখে। আর কসবা কাণ্ডের (Kasba case) পড়ে তৃণমূলের অন্দরে সমালোচিত হচ্ছে পুলিশ। এই নিয়েই এবার কলকাতা ও রাজ্য পুলিশ উঠেপড়ে লেগেছে। পুলিশ সূত্রে খবর, রাজ্য জুড়ে ‘স্পেশাল ড্রাইভ’ শুরু করেছে পুলিশ।

{link}

 

চন্দননগর পুলিশও স্পেশাল রেড শুরু করে। এরপর বুধবার ডানকুনি (Dankuni) থেকে এক ‘ফেরিওয়ালাকে’ অস্ত্র সহ গ্রেফতার করে। বুধবার ভোরে শ্রীরামপুর থানার পুলিশ বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড় থেকে কেলোকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি পাইপ গান একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে। প্রসঙ্গত, কসবার ঘটনায় মিলেছে বিহারযোগ। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনজন। তবে, গত মঙ্গলবার আগে রাজ্য থেকে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ।

{link}

 

বিরোধীরা ইতিমধ্যে বলে শুরু করেছে, বাংলার মাটিতে এখন বেআইনি অস্ত্রের রমরমা বাজার। এবার শুরু হয়েছে পুলিশি অভিযান। জানা যাচ্ছে, বারুইপুর পুলিশ জেলা, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে অভিযানে পুলিশি অভিযান হয়। অভিযান চলে হাওড়া কমিশনারেট এলাকাতেও। এছাড়া সিআইডির (CID) স্পেশাল অপারেশন গ্রুপের তরফে বনগাঁয় অভিযান চালানো হয়। এরপর বুধবার ডানকুনি থেকে এক ‘ফেরিওয়ালাকে’ অস্ত্র সহ গ্রেফতার করে। বুধবার ভোরে শ্রীরামপুর থানার পুলিশ বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড় থেকে কুখ্যাত কেলোকে পুলিশ গ্রেফতার করে অস্ত্র সমেত।

{ads}

News Breaking News Tilottama R G kar Incident Kasba case Dankuni West Bengal সংবাদ

Last Updated :