header banner

টাকা উদরস্থ জনপ্রিনিধিদেরই, বারুইপুরে মাটির রাস্তার পাশে উন্নয়নে লক্ষাধিক টাকার ফলক

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: বেহাল রাস্তা মেরামতের কাজ শুরুই হয়নি। উল্টে গ্রামের মধ্যে রাস্তা্র বিভিন্ন জায়গায় ফলক বসিয়ে দেখানো হয়েছে ঝামা ইট দিয়ে রাস্তা সারাই ও পাইলিং এর কাজ শেষ। লেখা রয়েছে, সম্পূর্ন কাজ শুরু হয়ে শেষ হয়েছে, রয়েছে কতো টাকা খরচ হয়েছে তার হিসেবও, এদিকে রাস্তাই হয়নি! ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে বারুইপুরের বেগমপুর পঞ্চায়েতের কামরা তেঁতুলিয়া এলাকায়। এলাকার মানুষজন এর জেরে ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য,  রাস্তা মেরামত না করে শুধু রাস্তার বিভিন্ন জায়গায় লক্ষাধিক টাকা খরচের ফলক বসানো হয়েছে। যদিও বেগমপুর পঞ্চায়েতের প্রধান রেখা সর্দার বলেন, কাজ শুরু হয়েছিল কিন্তু তা এখনও শেষ হয়নি। যেহেতু বারুইপুর পঞ্চায়েত সমিতি কাজটা করছে তাই যা উত্তর দেওয়ার তারাই দেবেন। যদিও কাজ শেষের ফলকের বিষয়ে তিনি কিছু বলতে চাননি। এদিকে, একই বিষয়ে প্রশ্ন করা হলে বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখব। 

{link}
কামরা তেঁতুলিয়া এলাকার রাস্তায় এক জায়গায় ফলকে দেওয়া শিবতলা থেকে শচীন নস্করের বাড়ি পর্যন্ত পঞ্চদশ অর্থ কমিশন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়েছে রাস্তা সারাই ও পাইলিং করতে। যা চলতি বছরের ১৭ অক্টোবর শুরু হয়ে শেষ হয়েছে ১৮ নভেম্বর। আবার আর একটি জায়গায় ফলক বসিয়ে দেখানো হয়েছে সনৎ নস্করের বাড়ি থেকে ছোট পোল ক্লাব পর্যন্ত রাস্তা পঞ্চদশ অর্থ কমিশন থেকে দেড় লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সারাই ও পাইলিং এর কাজ শেষ হয়েছে ১৮ নভেম্বর। বাসিন্দারা বলেন, বেশ কিছু জায়গায় শুধু রাস্তা সারাই ও পাইলিং এর খরচ দেখানো হয়েছে, কিন্তু কোনও কাজ হয়নি। পিচ রাস্তার বদলে বেহাল অবস্থায় রয়েছে মাটির রাস্তা, চলাচল করা যাচ্ছে না। লক্ষাধিক টাকা খরচের নামে দুর্নীতি করা হয়েছে। উত্তর পূড়ির বটগাছ থেকে কামরা বামনের দোকান পর্যন্ত গোটা রাস্তাই বেহাল হয়ে পড়ে আছে বছরের পর বছর বলে অভিযোগ স্থানীয়দের। উন্নতির আশা ও অর্থ এলেও তা কি চলে গেল জনপ্রতিনিধিদের পেটেই? 
{ads}

news Baruipur Development road construction South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :