শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : যদিও উচ্চ পদস্ত পুলিশ আধিকারিক জয়ন্ত পাল পোস্টিং ছিলেন হুগলির চণ্ডীতলা থানায়। কোনো ব্যক্তিগত কারণে রাতে তিনি গিয়েছিলেন হাওড়া (Howrah) ঘোষপাড়ায় (Ghoshpara)। আর তারপরেই ঘরে দুর্ঘটনা। জানা গিয়েছে, বুধবার রাত্রি এগারোটা নাগাদ হাওড়া ঘোষপাড়া পেট্রলপাম্পের সামনে তাঁর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
{link}
এ দিকে, গুলিবিদ্ধ হওয়ার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন ব্যাঁটরা ও শিবপুর থানার পুলিশ। তবে কে বা কারা গুলি চালিয়েছে, নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আটক হয়েছেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর, ওসির নীল রঙের একটি গাড়ি ছিল। সেই গাড়িতে এক মহিলা ছিলেন বলে জানা গিয়েছে। বচসার জেরে সার্ভিস রিভলবার থেকে গুলি চলেছে বলে খবর। ইতিমধ্যেই ওসি-র গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
{link}
অন্যদিকে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অফিসারকেও। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ অফিসারেরা রয়েছেন ঘটনাস্থলে। ওই মহিলার সঙ্গে কী সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিশ। বিষয়টা নিয়ে সামনে অনেক প্রশ্ন এসেছে? কে ওই মহিলা? মহিলার সঙ্গে তার কি সম্পর্ক? অত রাতে ওখানে কেন তারা গিয়েছিলেন? পুলিশ তদন্ত শুরু করেছে।
{ads}