header banner

ভেঙে পড়ল নৈহাটির অরবিন্দ রোডের একটি বহু পুরানো ত্রিতল বাড়ির একাংশ, আহত ২

article banner

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার রাতে আচমকা ভেঙে পড়ল নৈহাটির অরবিন্দ রোডের একটি বহু পুরানো ত্রিতল বাড়ির একাংশ। ঘটনায় দুজন আহত হয়েছেন বলে সূত্রে খবর। নৈহাটি স্টেশন থেকে ফেরিঘাট যাবার এই রাস্তায় আচমকা জরাজীর্ণ বাড়ির একাংশ ভেঙে পড়ায় আতঙ্কিত পথ চলতি মানুষজন এবং ক্রেতা-বিক্রেতারা। বাড়ি ভেঙে যাওয়ার খবরে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, নৈহাটি থানার পুলিশ ও নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। পুরপ্রধান বলেন, ওই জীর্ণ বাড়িটির শরিক অনেকজন। বাড়ির নিচে দোকানও আছে। তবে বড় ধরনের ঘটনার হাত থেকে রেহাই মিলেছে। আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

{link}

সূত্রের খবর, ভেঙে পড়া দুর্ঘটনাগ্রস্ত বাড়িটি প্রায় ২০০ বছরের পুরানো ছিল। দুর্ঘটনার কারণে গতকাল রাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়েরা। বহুদিন ধরে ওই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। যে কোন সময় ভেঙে পড়ার আশঙ্কায় ছিলেন স্থানীয়েরা। গতকাল সেই আশঙ্কাই সত্যি হয়ে দাঁড়ায়। তবে দমকলকর্মীদের তৎপরতায় দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভবপর হয়ে ওঠে। বর্তমানে পরিস্থিতি অনুযাই পুরসভার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।

{ads}

news House Naihati accident West Bengal সংবাদ

Last Updated :