header banner

Ghatal : ঘাটালে মৃতদেহ দাহে ভরসা কলাগাছের ভেলা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এ যেন সেই মনসামঙ্গল কাব্যের বেহুলা। এই দৃশ্যও দেখতে হলো বন্যা বিদ্ধস্ত বাংলায়। জলমগ্ন ঘাটালে (Ghatal) মৃতদেহ দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে কলাগাছের ভেলায়। আবার দেহটি প্রয়াত তৃণমূল কাউন্সিলারের স্ত্রীর। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা চৌধুরীর মৃত্যু হয় রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ।

{link}

তিনি এই ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর কানহাইয়ালাল চৌধুরীর স্ত্রী। গ্রামের একপ্রান্তে শ্মশান। মৃতদেহ নিয়ে বেশ কিছুটা যেতে হবে। তাই ভরসা ভেলা। এই পুরো পথ ভেলায় করে চাপিয়ে নিয়ে যাওয়া হয় শ্মশানে। জলযন্ত্রণার মধ্যে এই করুণ ছবিকে ইস্যু করে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক শীতল কপাট।  তিনি বলেন, “ইলেক্ট্রিক চুল্লি তৈরির কাজ আজও সম্পূর্ণ হল না। ঘাটাল পৌরসভায় কীসের উন্নয়ন হয়েছে? চেয়ারম্যান কী করেছেন? মাস্টার প্ল্যানের নাম করে কোটি কোটি টাকা লুঠ হচ্ছে।”

{link}

বিজেপি বিধায়কের মন্তব্যের পালটা দিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। অজিত মাইতি বলেন, “বয়সজনিত কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে। ওখানে নৌকা দেওয়া রয়েছে। মৃতের পরিবার নৌকায় করে শ্মশানে গিয়েছেন। আর ওখানকার স্বাভাবিক রেওয়াজ, রীতি অনুযায়ী, কলা কিংবা বাঁশের ভেলায় করে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। ওই ওয়ার্ডের সবাই মিলে থেকে মৃতদেহ দাহ করেছেন। এটা একটা স্বাভাবিক রীতি।”

{ads}

 

News Breaking News Ghatal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article