header banner

Railway news: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো একজন রেল কর্মীর

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শনিবার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো একজন রেল কর্মীর। শনিবার দুপুরে বেগুসরাইয়ের বারাউঞ্জ জংশনে আসে লখনউ-বরাউনি এক্সপ্রেস। ৫ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ট্রেনটি। সেই সময় ডিউটিতে ছিলেন অমর কুমার রাও নামক এক রেলকর্মী। তিনি রেললাইনে নামেন ট্রেনের কাফলিং খুলতে।

{link}

সাধারণভাবে কাফলিং খোলার পরে সামনের বগি এগিয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে ঘটেছে উল্টো। সেই সময় হঠাৎ পিছিয়ে যায় ট্রেন। দুই কামরার মাঝখানে আটকে যান ওই রেলকর্মী। প্রাণ বাঁচাতে চিৎকার করেন ওই রেলকর্মী। স্টেশনে উপস্থিত লোকজনেরাও দেখতে পান যে দুই কামরার মাঝে আটকে রয়েছেন ওই ব্যক্তি। হইচই পড়ে যেতেই ট্রেনের চালক ভয় পেয়ে ট্রেন থেকে নেমে পালিয়ে যান। এরফলে ট্রেনটিও আর এগোনো যায়নি। ইঞ্জিন পিছোতে পিছোতে ওই রেলকর্মীকে চাপা দিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পরে ওই রেল স্টেশনে।

{link}

ভয়াবহ দুর্ঘটনাটি ঘটল বিহারের বেগুসরাইয়ে। কিন্তু কি করে এমন ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। আর আশ্চর্যের বিষয় হলো এমন মর্মান্তিক ঘটনার ভিডিও করেছেন প্লাটফর্ম-এ দাঁড়িয়ে থাকা একাধিক মানুষ। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পরে ওই মর্মান্তিক দৃশ্য।

{ads}

news breaking news West Bengal railway worker tragic accident সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article