header banner

নদীয়ায় তাঁতির বঁড়শিতে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: যে তাঁতি তাঁত বুনে শাড়ি তৈরি করেন তার বঁড়শিতেই ধরা দিল মাছ। তাও একেবারে এক বিরল প্রজাতির মাছ। আর বিরল প্রজাতির মাছ দেখতেই ভিড় জমিয়েছেন এলাকার মানুষ। এক অবাক করা ঘটনার সাক্ষি রইল নদীয়াবাসী। শনিবার নদিয়ার শান্তিপুর ফুলিয়া তারাপুর বাধে হঠাৎই তপনবাবুর বঁড়শিতে উঠে এলো এক বিরল প্রজাতির মাছ। তপন বাবুর বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলায়। তিনি পেশায় একজন তাঁত শ্রমিক, সময় পেলেই হাতে বড়শি নিয়ে চলে যান ফুলিয়ার গঙ্গায় মাছ ধরতে। গত বুধবার বড়শিতে তপন বাবুর  আচমকায় উঠে এলো এক বিরল প্রজাতির মাছ । তপন বাবুর পরিবার বুঝে উঠতে পারছেন না মাছটি কি করবেন। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন তপনবাবুর বাড়িতে এই মাছটি দেখতে। মাছটির পাখনাতেই এখন ভাগ্যের চাবি খুলে যাওয়ার স্বপ্ন দেখছেন তাঁতির পরিবার। 

{ads}

news Nadia Fish Rare species West Bengal সংবাদ

Last Updated :