header banner

Balurghat : বাঁশের মতো বড় রোল, খেতে লাগে তিনজন!

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নিত্যদিনের সিঙ্গারা, কাটলেট, ঘুগনি বাদ দিয়ে সপ্তাহে দু একদিন একটু অন্য ধরনের খাবার খেতে কে না পছন্দ করে! আর তা যদি এক হাত সমান বড় সাইজের তাহলে তো কোনও কথাই নেই। স্বল্প মূল্যে বাঁশের মতন এক হাত সমান এগরোল (egg roll) মিলছে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার বালুরঘাটের (Balurghat) পুলিশলাইন এলাকাতে।

{link}

বিগত প্রায় ২০ বছর যাবৎ এই ছোট্ট দোকানটিতে বিগ সাইজ রোলের পাশাপাশি রকমারি ফাস্টফুড বিক্রি হচ্ছে। তবে দাম কত জানেন কি? মাত্র ৪০ টাকা মূল্যের এগরোল এবং ৬০ টাকা মূল্যের চিকেন রোল বিক্রি হয়ে যায় দেদার। যদিও ক্রেতাদের কথায় একা কেউ এই রোল খেতে পারবেন না। সহজে এই রোল খেতে লাগবে দুই থেকে তিনজন। যদি দুই থেকে তিনজন এই রোল খায় তবে তাদেরও পেট ভরে যাবে।

{link}

অনায়াসে ৪০ টাকার দামে এই রোল বিক্রি করে থাকেন থাপাবাবু। বিগত ২০ বছর ধরে বালুরঘাট শহরের পুলিশ লাইন গেটের উল্টোদিকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন বাঁশের মতন সাইজের এক হাত সমান রোল তৈরি করে। এমনকি অনেক ক্রেতাদের হাত খালি নিয়েই ফিরে যেতে হয় এই দোকান থেকে। নিমিষেই যেন শেষ হয়ে যায় থাপা বাবুর হাতে তৈরি বিগ সাইজ রোল।

{ads}

 

News Breaking News egg roll Dakshin Dinajpur Balurghat সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article