header banner

Riddhi Sen : দিলীপ ঘোষকে নিয়ে কটাক্ষের সুর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দিলীপ ঘোষ (Dilip ghosh) মানেই রাফ এন্ড টাফ। স্পষ্ট কথা যত খারাপই লাগুক না কেন দিলীপ ঘোষ অকপটে বলে দিতে পারেন। আমাদের মনে আছে ২০২১ নির্বাচনের আগে তার একটা কথা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। কথাটা ছিল -'রগড়ে দেব'। দিলীপ ঘোষের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদে সরব হন তারকারা।

{link}

আর শুক্রবার ষাটোর্ধ্ব নেতার বিয়ের দিন রগরগে সেই ‘সংলাপ’ মনে করিয়ে দিয়ে ঋদ্ধি সেন (Riddhi Sen) বললেন, প্রেম সব ধরনের রাজনীতিকে রগড়ে দিতে পারে। নির্বাচন উপলক্ষে‌ বিজেপি বিরোধী একটি গান প্রসঙ্গে, প্রশ্নের উত্তরে তাঁর জবাব ছিল, “আমি শিল্পীদের বলেছি, আপনারা গান , নাচুন। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের জন্য ছেড়ে দিন। নাহলে রগড়ে দেব। আর শিল্পীরা জানেন, আমি কীভাবে রগড়াই।”

{link}

তাঁর এই মন্তব্যের পরই শিল্পীমহলে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। শুরু হয় বিতর্ক। দীর্ঘদিন এই মন্তব্য নিয়ে নেটপাড়া সরগরম ছিল। এবার প্রবীণ রাজনীতিকের বিয়ের দিন সেকথা আউড়ে প্রেমের মাহাত্ম্যের কথা মনে করিয়ে দিয়ে ঋদ্ধি সেন। দিলীপ ঘোষের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুক্রবার ঋদ্ধি সেন লেখেন, ‘কিচ্ছু চাননি উনি,আজীবন ভালোবাসা ছাড়া। উনিও তাদেরই দলে, বার বার মরে যায় যারা? রাজনীতি, বিরোধী রাজনীতি, ভোটের রাজনীতি, ঘৃণার রাজনীতি, সবাইকে ‘রগড়ে’ দিতে পারে একটাই জিনিস- প্রেম।’

{ads}

News Breaking News Riddhi Sen marriage Dilip ghosh সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article