header banner

কালবৈশাখী ঝড়ের সময় বাজ পড়ে অগ্নীকাণ্ড, পুড়ে ছাই গাইঘাটার একটি দোকান

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: কালবৈশাখী শুরুতেই বিপত্তি। বাজ পড়ে আগুন ধরে কয়েক লক্ষ টাকা ক্ষতির মুখে পড়লেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে গতকাল  উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার সামনে। জানা গিয়েছে রাত এগারোটা নাগাদ যখন কালবৈশাখী তান্ডব শুরু হয়। ঝড় বৃষ্টির সাথে সাথে কিছুক্ষণ পরে বাজ পড়ে আগুন ধরে যায় একটি স্টুডিওতে । সঙ্গে সঙ্গে এলাকার মানুষ খবর পাঠায় দমকলে।  দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নেভায়,তবে দোকানে ইলেকট্রিক সরঞ্জাম থাকায় এই দোকানের প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক ৷

{link}

গতকাল রাতে ঝড় বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষন পরে পুলিশের তরফ থেকে ফোন যায় দোকানের মালিকের কাছে। তিনি এসে দেখে দেখেন ভয়াবহ অবস্থা, দাউদাউ করে জ্বলছে দোকান। দোকানটি জেরক্স ও স্টুডিওর দোকান ছিল বলে সূত্রের খবর। বেশ কয়েকটি এসএলআর ক্যামেরা সহ আরও বিপুল পরিমান দোকানে থাকা দ্রব্যাদি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। যে কালবৈশাখী ঝড় গতকাল গরমের দিনে মানুষ কে শান্তি এনে দিয়েছে, সেই ঝড়ই অভিশাপ হয়ে নেমেছে দোকানের উপর।

{ads}

news Kalbaishaki Storm Gaighata South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article