শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : শনিবার সকালে পথ দুর্ঘটনা। সল্টলেকের ওয়েবেল মোড়ে পুলিশের সিগন্যাল পোস্ট ভেঙ্গে বিপত্তি। একটি যাত্রীবাহী গাড়ির উপর ভেঙে পড়ে পুলিশের সিগনালিং পোস্ট। গাড়িটি সামনের অংশ ভেঙে যায় তবে সেই সময় রাস্তায় তেমন ভিড় না থাকায় কোনরকম হাতা হতে খবর হয়নি। আপাতত সিগন্যালিং পোস্টটি সরিয়ে এবং গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন বিধান নগর থানার পুলিশ।
{ads}