header banner

হাওড়ার শালিমারে বিদ্যুতের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: খোলা অবস্থায় বিচ্ছিন্ন হয়ে ঝুলতে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃর্ষ্ট হয়ে মৃত্যু ছাত্রের। শুক্রবার হাওড়ার কোলডিপো এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, মৃত যুবকের নাম রাজ রাও (১৪)। মৃত কিশোর ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দা। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর স্থানীয় মানুষজন ওই যুবক কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।   

{link}
স্থানীয় সূত্রে খবর, গতকাল ওই কিশোর তার মায়ের সঙ্গে গঙ্গা স্নানের উদ্দেশ্যে গিয়েছিল। স্নান করে ফেরার পথে একটি টিনের বস্তু কুড়িয়ে বাড়ি ফিরছিলেন মা ও ছেলে। কিন্তু এই টিনের বস্তুটিই ডেকে আনল বিপদ। বাড়ির কিছুটা দূরে একটি খাটালের সামনে বিপজ্জনকভাবে ঝুলছিল খোলা বিদ্যুতের তার। ঝুলতে থাকা বিদ্যুতের তারটি টিনের সঙ্গে সংস্পর্শে আসতেই ছেলেটি তৎক্ষণাৎ বিদ্যুৎপৃষ্ট হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয়েরাই ওই কিশোর কে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্মরত অবস্থায় থাকা চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অত্যন্ত কম বয়সে এই কিশোরের মৃত্যুতে শোকের আবহ স্থানীয় এলাকাজুড়ে। 

{ads}

news Howrah Accident Electric West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Latest Article