header banner

পঞ্চায়েত সমিতির সভাপতির সহযোগিতায় পরীক্ষার আগের রাতে বাগদায় এডমিট পেল ছাত্র

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ বাগদার কুরুলিয়া হাই স্কুলের ছাত্র মিলন সরকার, ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী৷  শুক্রবার স্কুলে অন্য আর পাঁচ জন ছাত্রছাত্রীর মতোই এডমিট কার্ড আনতে গিয়েছিল মিলন। কিন্তু সেখানে গিয়েই ঘটে বিপত্তি। সে গিয়ে দেখে তার এডমিট কার্ড আসেনি৷ যে বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে যায় এই মাধ্যমিক পরিক্ষার্থী। তারপর থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে সমস্যা সমাধান হয়নি৷ শেষে মনে শঙ্কা দেখা দেয়, এ বছর তাই হয়তো নষ্টই হয়ে গেল ৷

{link}

কিন্তু সমস্যার সমাধান হয় অন্যরূপে। সোমবার স্থানীয় প্রতিবেশীদের মাধ্যমে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গে যোগাযোগ করে মিলন ও তার পরিবার ৷ গোপা দেবী শিক্ষা দপ্তরের সঙ্গে দ্রুত যোগাযোগ করেন। যোগাযোগ করা হয় মিলনের স্কুলের সাথেও। সোমবার রাতের মধ্যেই জোগাড় হয়ে যায় এডমিট কার্ড। পঞ্চায়েত সমিতির সভাপতির সহযোগীতায় ও উদ্যোগে মঙ্গলবার সকালে এডমিট এসে পৌঁছায় মিলনের কাছে৷ এডমিটের দুশ্চিন্তা কাটিয়ে আজ পরীক্ষায় বসে মিলন। পরীক্ষা দিতে পেরে খুশি মিলন ও তার পরিবার ৷

{ads}

news Panchayat Samiti Exam West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article