header banner

Priyanka Tibrewal : প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে ১২ জনের আইনজীবির দল সন্দেশখালীতে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক  : কলকাতা হাইকোর্টের নির্দেশ মত সন্দেশখালীর মানুষদের কাছ থেকে অভিযোগ নেয়ার জন্য ন্যাজাট থানার অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটফুল এলাকায় একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এর নেতৃত্বে ১২ জনের আইনজীবির একটি দল এসেছেন। এখানে এসে তারা ক্যাম্প করে এলাকার মানুষদের কাছ থেকে নানান অভিযোগ নিচ্ছেন। এই সমস্ত অভিযোগ তারা হাইকোর্ট গিয়ে মামলা দায়ের করবে বলে জানা গেছে। এলাকার মানুষেরা তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ দায়ের করছেন।

{ads}

News Priyanka Tibrewal Politician BJP Election সংবাদ

Last Updated :