header banner

শিবপুরের কাজীপাড়ায় খেলার সময় জল খেতে গিয়ে বৈদ্যুতিক শকের কারনে মৃত্যু কিশোরের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: খেলার সময় পিপাসা পাওয়ায় জল খেতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে মৃত্যু এক কিশোরের। শনিবার বিকেলে হাওড়ার শিবপুরের কাছে কাজীপাড়ায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত শিশুর নাম ইরফান খান(১২)। অকালে কনিষ্ঠ সদস্যের বিদায়ে শোকের আবহ এলাকাজুড়ে।

{link}
স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকালে বছর বারোর ষষ্ঠ শ্রেণির ছাত্র ইরফান খান বাড়ির কাছেই শিবপুর কাজীপাড়ার মালিবাগান এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। খেলতে খেলতেই হঠাতই তেষ্টা অনুভব হয় তার। এরপরেই জল খেতে গিয়ে মাঠের পাশে থাকা ও পরিশুদ্ধ পানীয় জলের বৈদ্যুতিক মেশিন এর কাছে যেতেই মাটিতে লুটিয়ে পড়ে ইরফান। তৎক্ষণাৎ এলাকার মানুষজন খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় শিবপুর থানায় পুলিশ এসে অচৈতন্য ইরফানকে হাওড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ২৭/৯ আনন্দ কুমার রায় চৌধুরী লেনের বাড়ীতে  বাবা মার সঙ্গেই থাকতো একমাত্র ছেলে এই ইরফান। ফুটবল খেলতে গিয়ে এই আকচ্ছিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। কি কারনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ইরফানের তা খতিয়ে দেখছে স্থানীয় শিবপুর থানার পুলিশ।
{ads}

news Shibpur child died electric shock Howrah West Bengal সংবাদ

Last Updated :