header banner

উত্তর হাওড়ার ঘুসুড়িতে লোহার স্ক্র‍্যাব কারখানায় সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ, জখম ৬

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: উত্তর হাওড়ার ঘুসুড়িতে লোহার স্ক্র‍্যাব কারখানায় বুধবার সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণের কারনে ঘটনাস্থলে কর্মরত অবস্থায় উপস্থিত কমপক্ষে ৬ জন জখম হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। আহতদের প্রথমে ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে এবং পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

{link}

জানা গেছে, হাওড়ার গুহ রোডের একটি কারখানায় পরিত্যক্ত গ্যাস ট্যাঙ্কার কাটতে গিয়ে ওই ঘটনা ঘটে। বুধবার সকালে হাওড়ার মালিপাঁচঘড়া থানার ঘুসুড়ির গুহ রোডে লোহার স্ক্রাব কারখানায় সিলিন্ডার ফেটে ছয় শ্রমিক জখম হয়। এদিন সকাল আটটা নাগাদ কাজ করছিলেন শ্রমিকরা। অক্সিজেন ও হাইড্রোজেন সিলিন্ডার দিয়ে পরিত্যক্ত গ্যাস ট্যাঙ্কারের লোহার বডি কাটছিলেন তারা। হঠাৎই ফুলকি থেকে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন তারা। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে আসে ঘটনাস্থল লক্ষ্য করে। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এলাকার লোকজন ছুটে এসে জখম শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া অন্য একটি সুত্রে জানা গিয়েছে এই কারখানায় বেআইনিভাবে পরিত্যক্ত গ্যাস সিলিন্ডার কাটাই করা হতো। এদিন বিস্ফোরণের পরেই কারখানার ভিতরে দেখা গিয়ে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহের অংশ। যা ঘিরে‌ বিস্ফোরণের তীব্রতা কত বেশি ছিল তা ভেবে শিউরে উঠছেন সকলেই। ভয়াবহ এই দুর্ঘটনার কারনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়েরা।

{ads}

news Howrah Blast West Bengal সংবাদ

Last Updated :