header banner

Haldia : ভয়াবহ অগ্নিকান্ড হলদিয়ার দুর্গাচক সুপারমার্কেটে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক সুপারমার্কেটে হঠাৎই আগুন লাগার ঘটনা ঘটলো ।জানাযায় প্রায় ১০ থেকে ১২ টি দোকান আগুনে ভষ্মিভূত হয়। সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে রাত ১১-৩০ টা নাগাদ। তবে কিভাবে এই আগুন ধরল তাএখনো স্পষ্ট নয়।। হঠাৎ কিভাবে আগুন লাগলো তা অন্যান্য দোকানদাররা সকলেই ধোঁয়াশায় রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২ টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলে গভীর রাত পর্যন্ত। সূত্রে জানা যায় হলদিয়া সুপার মার্কেটে প্রবেশদ্বারের পাশেই যে শিব মন্দির সেখান থেকে শিশু উদ্যান পর্যন্ত প্রায় ১০-১২ টি দোকান ছিল। কিভাবে হঠাৎ আগুন লেগে যায় কেউ বুঝতে পারছে না। তবে প্রাথমিক অনুমান  বিদ্যুতের শর্ট সার্কিটের ফলেই আগুন লাগার ঘটনা ঘটতে পারে।তবে  ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও যারা যায়নি ।আগুন নেভানোর কাজ চলে গভীর রাত পর্যন্ত।রাতে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

News Haldia Purba Medinipur west bengal Durgachak supermarket Market fire shiv mandir Firefighter electrical short circuit সংবাদ

Last Updated : a year ago