header banner

বুধবার রাতে ভয়াবহ আগুন মথুরাপুরের ঘোড়াদল এলাকায়, ভস্মীভূত ৪টি দোকান

article banner

সুদেষ্ণা মন্ডল, মথুরাপুর: ভয়াবহ আগুনে সম্পূর্ণ পড়ে ছাই চারটি দোকান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর থানার অন্তর্গত ঘোড়াদল বাজার এলাকায়।বুধবার ভোররাতে পথ চলতি মানুষেরা হঠাৎ ঘোড়াদল বাজারে আগুন দেখতে পায়। এরপর সাধারণ মানুষের চেঁচামেচিতে আশেপাশে অন্যান্য মানুষেরা আগুন নেভানোর জন্য হাত লাগায়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় মথুরাপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকলে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ আকার ধারন করে। আগুনের লালিহান গ্রাসে সম্পূর্ণ  পুড়ে ছাই হয়ে যায় চারটি দোকান। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিট এর মাধ্যমে কোনভাবে আগুন লেগে গিয়েছিল। মুহূর্তের মধ্যে সেই আগুন দ্রুত আশেপাশের দোকানগুলিতে লেগে যায়। 

{link}
স্থানীয় সূত্রে খবর, ভোররাতে ঘটনা হওয়ার কারণে তেমনভাবে সাধারণ মানুষের চোখে পড়েনি আগুন। যতক্ষণে মানুষের চোখে পড়েছে ততক্ষণে প্রায় শেষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে চারটি দোকান। এক প্রত্যক্ষদর্শী সঞ্জয় সরদার বলেন, রাত তখন প্রায় ২.১৫ প্রতিদিনের মতোই আমি কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য এসেছিলাম। হঠাৎ দেখি একটি মুদির দোকানে আগুন জ্বলছে। সেই সময় আমি চিৎকার শুরু করে দিয়ে আশেপাশে কর্তব্যরত সিভিক পুলিশ আমার চিৎকারের আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে পৌঁছয়। কর্তব্যরত সিভিক পুলিশ তৎক্ষণাৎ খবর দেয় মথুরাপুর থানাতে ঘটনাস্থলে এসে পৌঁছে মথুরাপুর থানা পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এসে দমকলকে খবর দেয় কিন্তু ততক্ষণে প্রায় শেষ চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। নববর্ষের আগে নিজেদের রোজগের ভিটেটুকু হারিয়ে কার্যত দিশাহারা হয়ে পড়েছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা চাইছে সরকারি সাহায্য যাতে আবারো তারা ঘুরে দাঁড়াতে পারে। 
{ads}

news fire South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :