header banner

বাঁকুড়ায় এক্তেশ্বর ব্রিজে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন, প্রানরক্ষা চালক ও যাত্রীদের

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠলো চলন্ত গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক সহ যাত্রীরা। বুধবার সকালে বাঁকুড়া সদর থানা এলাকার এক্তেশ্বর সেতুর ঘটনা। সেতুর উপরেই আচমকা দাউদাউ করে জ্বলতে শুরু করে একটি সিএনজি চালিত গাড়ি। দাউদাউ করে জ্বলতে থাকা গাড়ি দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষজন। রাস্তার তীব্র জানজটের সৃষ্টি হয়। কেউ আহত না হলেও এক্তেশ্বর সেতুর ধারে দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। 

{link}
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বাঁকুড়া শহরের দিক থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল একটি মারুতি ওমনি ভ্যান। সেই সময় গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে বেরিয়ে আসেন চালক সহ যাত্রীরা। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িটি। এই ঘটনায় ব্যস্ততম জাতীয় সড়কে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দায়িত্বপ্রাপ্ত দমকল আধিকারিক অভয় চৌধুরী বলেন, গ্যাস লিক করেই এই দূর্ঘটনা ঘটে থাকতে পারে। চালক সহ ছ'জন যাত্রীই নিরাপদে আছেন বলে তিনি জানান। গাড়িটিতে লেগে থাকা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসার দীর্ঘক্ষন পর যান চলাচল পুনরায় স্থানীয় এবং পুলিশ প্রশাসনের চেষ্টায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। 
{ads}

news Bankura fire car West Bengal সংবাদ

Last Updated :